বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে দেবীপক্ষের সূচনা হয়েছে৷ কাশের বোনে দোলা লাগতেই মা দুর্গার আগমণী সুরে ভেসে যেতে শুরু করেছে বাঙালির মনপ্রাণ৷ হাতে আর কয়েকটা দিন বাকি৷ তারপরই বোধন৷ তাইতো বাঙালি উৎসবের তোড়জোড় শুরু করে দিয়েছে জোর কদমে৷